Saturday, February 11, 2017

শিক্ষা সফর-২০১৭, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ও পানাম নগরী






























আমাদের পাঠশালার বাচ্চাদের নিয়ে আজ আমরা গিয়েছিলাম সোনারগাঁ জাদুঘরে । বনভোজন ও শিক্ষা সফরে । সেখানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া হল আর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখলো সবাই । আমাদের বেশকিছু বন্ধুর সহায়তা ও অংশগ্রহণেই এটা অনুষ্ঠিত হল। তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।

Thursday, February 6, 2014



সমন্বিত পাঠের এবারের বিষয় ছিল- “শিশু মনস্তত্ত্ব” ॥ জন্মের পর থেকে একটি শিশুর স্মৃতিশক্তি কীভাবে কাজ করে, কীভাবে স্মৃতি ধারণ করে রাখে ইত্যাদি বিষয়ে একটি ডক্যুমেন্ট্রি ফিল্ম দেখানো হয় । পরবর্তিতে প্রশ্নোত্তর পর্বে মানব মস্তিষ্কের বিভিন্ন উপাদান ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় । আর আমরা ছাত্রদেরকে এভাবেই বিভিন্ন সময়ে নানা ধরণের বিষয়ের ওপর তথ্যভিত্তিক এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক চলচ্চিত্র দেখাই ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাহায্যে । আগে ‘সমগীত’ এর একটি প্রোজেক্টর দিয়ে দেখাতাম । কিন্তু তাদের সেই প্রোজেক্টরটি চুরি হওয়ায় আমরা সেই সুবিধা থেকেও বঞ্চিত হয়েছি । এখন আমরা পাঠশালার জন্য একটি প্রোজেক্টর কেনার জন্য চিন্তা করছি । আমাদের এই চিন্তার সাথে ”আমাদের পাঠশালা”র বান্ধব ও শুভাকাঙ্খী ব্যক্তিদের আর্থিক সংহতি আশা করছি ॥
আমাদের চিন্তা ও স্বপ্নের পূর্ণবাস্তবায়নে আপনাদের সংহতি ও সহযোগিতা পাঠানোর জন্য ‘আমাদের পাঠশালা’র 
bKash account number দেয়া হলো : 01721623627 (০১৭২১৬২৩৬২৭) সবাইকে শুভেচ্ছা......







Wednesday, November 27, 2013

বার্ষিক পরীক্ষা 2013

আমাদের পাঠশালায় বার্ষিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা . . . . .